রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ মে ২০২৪ ১৫ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেঠী থেকে রায়বেরেলিতে রাহুলের পলায়ন নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, যে দেশকে নেতৃত্ব দেবে তাঁর আমেঠী থেকে লড়ার সাহস নেই। গোটা দেশ চায় রাহুল দেশকে নেতৃত্ব দিক। আর তিনি কিনা হারের ভয়ে আমেঠী থেকে সরে গেলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে রাজনাথ বলেন, খাড়গে চেয়েছিলেন আমেঠী থেকেই লড়ুক রাহুল। তবে তিনি পালিয়ে গেলেন। এই পালিয়ে যাওয়াকে অন্য নাম দেওয়া উচিত বলেই কটাক্ষ করলেন রাজনাথ সিং। তিনবার জেতার পর স্মৃতি ইরানির কাছে পরাজিত হন রাহুল। এরপর কেরালার ওয়েনাড থেকে ভোটে জিতে নিজের সাংসদ পদ ধরে রাখেন রাহুল। পাকিস্তানের নেতা ফাওয়াদ হোসেনের রাহুলকে সমর্থন প্রসঙ্গেও এদিন তোপ দেন রাজনাথ। তিনি বলেন, দেশের শক্ররা যখন রাহুলকে সমর্থন করেন তখন বোঝাই যাচ্ছে কংগ্রেসের চিন্তাধারা। দেশবাসী প্রধান বিরোধী দলকে শেষ করেই ছাড়বে।